• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জে বাঘের আক্রমণে আহত ৭, এলাকায় আতংক

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০১৭

জকিগঞ্জ সংবাদদাতা :
জকিগঞ্জ কাজলসার ইউনিয়নের মরিচা, খাসিরচক ও রায়গ্রামে পাহাড়ী মেছো বাঘের আক্রমণে অন্তত ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছেন, পার্শ্ববর্তী আটগ্রাম পাহাড় থেকে মেছো বাঘ লোকালয়ে নেমে এসে মরিচা গ্রামের মঈন মিয়ার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে মো. কর্ণেল আহমদ, চারিগ্রাম (কাজিরপাতন) গ্রামের মৃত রইছ আলীর স্ত্রী আসমা বেগম ও রায়গ্রামের জয়নাল আহমদের মাতাসহ অন্তত ৭ জনকে আক্রমণ করে গুরুতর জখম করেছে।
আহতদের জকিগঞ্জ সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মঈন মিয়ার স্ত্রী সহ ৩জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় এলাকায় আতঙ্কে দেখা দিয়েছে।