• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

উদ্দীপন একাডেমীর সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০১৭

সুবিধাবঞ্চিতদের উন্নয়নে নিজ নিজ
অবস্থান থেকে সকলের অবদান রাখা উচিত
সুবিধাবঞ্চিতদের উন্নয়নে বিত্তবান ও সামর্থবান ব্যক্তিদের আরো এগিয়ে আসতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সকল শ্রেণি পেশার মানুষই চাইলে এক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান রাখতে পারেন। সিলেট নগরীর উদ্দীপন একাডেমীতে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথিদের বক্তব্য থেকে এমন মন্তব্যই উঠে এসেছে। বুধবার সকালে নগরীর শিবগঞ্জে উদ্দীপন একাডেমীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। ডা. মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও ডা. আখলাক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ¯œায়ুরোগ বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউর রহমান চৌধুরী, উদ্দীপন একাডেমীর প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ।
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের লক্ষ্যে ২০০৮ সালে সিলেট নগরীর শিবগঞ্জে উদ্দীপন একাডেমী নামের শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলে উদ্দীপন সমাজ কল্যাণ সংস্থা। ৮ জন শিক্ষার্থী নিয়ে যাত্রাশুরু করা প্রতিষ্ঠানটিতে  বর্তমানে ২ শতাধিক শিক্ষার্থী পাঠগ্রহণ করছে।  বিজ্ঞপ্তি