মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর থানার বাসিন্দা ছাত্রলীগ নেতা সুমন হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করেছেন আদালত। ১৫ ফ্রেব্রুয়ারী মৌলভীবাজার জেলা জজ আদালতের ১ম শ্রেণীর বিচারক মোহাম্মদ জুলফিকার মিঞা এক আদেশে মৌলভীবাজার সদর থানার ওসিকে এ নির্দেশ দেন। মামলার আসামীরা হলেন, কানেহাত গ্রামের আমিনুল ইসলাম তালুকদার , সামরিয়া খালিক তালুকদার, টেংরা বাজারের লিটন খাঁন, জগন্নাথপুর গ্রামের টিপু তরফদার, শিমুলতলা গ্রামের শফিক মিয়া। মৌলভীবাজার সদর থানার ওসি শওকত মাহমুদ জানান,২০১৬ ইংরেজী সালের ৭ডিসেম্বর আসামীরা সুমন আহমদ নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সুমনের মা জাহানারা বেগম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে থানার হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৩৮/২০১৬ ইং মামলাটি পরবর্তীতে আদালতে বিচারের জন্য নথিভূক্ত হয়। যা জিআর মামলা নং ১২৯/২০১৬ ইং হিসেবে লিপিবদ্ধ হয়। মামলার শুনানীকালে আসামীরা আত্মসমর্পণ না করায় আদালত থেকে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করা হয়েছে। তিনি বলেন যত দ্রুত সম্ভব আসামীদের গ্রেফতার করা হবে ।