সংবাদদাতা ::: কোম্পানীগঞ্জের টুকেরগাঁওয়ে দুপক্ষের হামলায় মহিলা-শিশুসহ ১৪জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৩ ঘন্টাব্যাপি এ হামলা-ভাংচুর চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে অতিরিক্ত পুলিশ তলব করেছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলায় যারা আহত হয়েছেন তারা হচ্ছেন টুকেরগাঁওয়ের আব্দুল আজিজ, আব্দুল আওয়াল, রাশিদুল, আব্দুল জলিল, হালিমা বেগম, জুমেলা বেগম, জয়নাল আবেদীন, আব্দুল জব্বার,সিকন্দর আলী ও ৪বছরের শিশুকন্যা বুশরা। আহতরা হচ্ছেন ইয়াকুবপুত্র জাফর, হোসেন, শিলেরভাঙ্গা গ্রামের জহর মিয়া ও জাকির হোসেন। এদের মধ্যে জাফর ও হোসেনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ওসি ইনসপেক্টর (তদন্ত) রুহুল আমিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্তি পুলিশ তলব করা হতে পারে বলে জানিয়েছেন থানার দায়িত্বপ্রাপ্ত ওসি রুহুল আমিন।
গত ১৮ জানুয়ারী দুপক্ষের সশস্ত্র হামলায় ১০জন আহত হন এবং ৩০ জানুয়ারী দ্বিতীয় দফার হামলায় আরো ৪জন আহত হন।