স্টাফ রিপোর্টার
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে ‘ভোরের কাগজ’ এগিয়ে যাচ্ছে। প্রকাশনার শুরু থেকেই পত্রিকাটি পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। অন্যায়-অবিচারের সঙ্গে আপসহীন অবস্থান, মুক্তিযুদ্ধ, দেশের স্বার্থ রক্ষায় সুদৃঢ় অবস্থানের কারণে পাঠকের কাছে ভোরের কাগজ আলাদা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ সিলেট কবি নজরুল অডিটরিয়াম সংলগ্ন মক্ত প্রাঙ্গণে ভোরের কাগজের ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে র্যালী ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২৫ বছর পূর্তি উৎসব উদযাপন অনুষ্টানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেটের সাবেক মহিলা এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, কবি লাভলী চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নভেল, সকালের খবরের সিলেট ব্যুরো প্রধান ফারুক আহমদ ও ভোরের কাগজের সিলেট প্রতিনিধি ও দৈনিক কাজিরবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ।
সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী এবং ভোরের কাগজের জৈন্তাপুর প্রতিনিধি খায়রুল ইসলামের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন সিসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাবেক সভাপতি শামছুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকাদ্দেস বাবুল, প্রবীন ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইউনিস্টিটিটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, লেখক ও গবেষক আব্দুল হাই আল হাদি, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সোহরাব হোসেন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের প্রভাষক নুরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, গোয়ানঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল হোসেন, গোয়াইনঘাট সংবাদের সাধারণ সম্পাদক মাও. আব্দুর রহিম, ভোরের কাগজ দক্ষিণ সুরমা প্রতিনিধি এম সারওয়ার হোসেন, সিলেট অফিসের ফটোগ্রাফার সোহেল আহমদ, ভোরের কাগজের সিলেট বিশ্বনাথ প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মশিউর রহমান ও বাতিঘর’র সাবেক সহ-সভাপতি কাওছার সজীব প্রমুখ। এছাড়া সাংবাদিক এমএ খালিক, শরীফ আহমদ, সুলতান সুমন, দেবব্রত রায়, কবি নুর উদ্দিন রাসেল, মোঃ ফুল মিয়া, নিউ সিলেট ডট কম এর সম্পাদক ও প্রকাশক জুমান আহমেদ, ইব্রাহিম খলিলসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ভোরের কাগজের ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রধান অতিথি বদর উদ্দিন আহমদ কেক কাটেন এবং পরে এক র্যালী বের করে রিকাবীবাজার পয়েন্ট প্রদক্ষিণ শেষে মক্ত মঞ্চে এসে র্যালীটি শেষ হয়।