মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার। দিনটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীগুলো হচ্ছে- সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত খতমে কোরআন পরে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন বঙ্গবীর ওসমানীর মাজারে ফাতেহা পাঠ, দোয়া ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দরগাহ মসজিদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উপরোক্ত কর্মসূচীতে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থেকে কর্মসূচী সমূহ বাস্তবায়নের জন্য বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ।
উল্লেখ্য যে, বঙ্গবীর ওসমানীর পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনান্তে বৃহস্পতিবার সকালে তাঁর গ্রামের বাড়ীতে খতমে কোরআন, মিলাদা মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি