স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে অভিযান চালিয়ে এক এজাহার নামীয় আসামীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শুক্রবার বিকেল ৫টার দিকে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গামারীতলা এলাকা থেকে এজাহার নামীয় আসামী মো. ইদ্রিছ মিয়া (৪৭) কে আটক করা হয়। সে জেলার তাহিপুর থানার শিমুলতলা গ্রামের মৃত আব্দুল মন্নান’র ছেলে। র্যাব জানায়, আসামী ইদ্রিছ মিয়া এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহযোগিতায় বাড়ির সীমানা নিয়া বিরোধের জের ধরে গত বছরের ২১ এপ্রিল প্রতিবেশী তরিব উল্ল্যাহ (৫৫) কে চাকু দিয়া গলায় আঘাত করে এবং মাথায় রক্তাক্ত জখম করে হত্যা করে। গ্রেফতার এড়ানোর জন্যে ঘটনার পর হতে সে আতœগোপনে ছিল। সে দঃবিঃ আইনের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ ধারার এজাহার নামীয় আসামী। তার বিরুদ্ধে তাহিরপুর থানায় (১৫, তারিখ ২২/০৪/২০১৬ ইং) মামলা রয়েছে। র্যাবের এএসপি সুজন চন্দ্র সরকার এক বিজ্ঞপ্তিতে আসামী আটক ও তাকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।