কোম্পানীগঞ্জ সংবাদদাতা
সিলেটে শাহ আরেফিন টিলায় ৫ শ্রমিককে হত্যা ও লাশ গুমের ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদনে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলমকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে ওসিকে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। পুলিশের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান প্রতিবেদন জমা দেয়ার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ওসি বায়েছ আলম বলেন, তদন্ত প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবে সেটাই করবে।
সূত্র জানায়, সোমবার সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের কাছে এই প্রতিবেদন দাখিল করা হয়। এর আগে শুক্রবার রাতে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনেও ঘটনার জন্য ওসি বায়েছকে দায়ী করা হয়। জেলা প্রশাসনের গঠিত তদন্ত প্রতিবেদনে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত স্থানীয় ৪৭ প্রভাবশালী পাথরখেকোর নাম উল্লেখ করা হয়েছে।