• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ম্যাসাজ পার্লারে অগ্নিকান্ডে ১৮ জনের প্রাণহানি

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক ::: চীনের একটি ফুট ম্যাসাজ পার্লারে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১৮ জনের প্রাণহানি ও আরো ১৮ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় রোববার বিকেল ৫টা ২৬ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৯ টা ২৬) পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর দুই ঘন্টার কম সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। সিনহুয়া জানায়, আগুনে পুড়ে ঘটনাস্থলে আট জনের প্রাণহানি হয়েছে। বাকি ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।