• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০১৭

স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।  রোববার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম- কানাই বাবু (৪৮)। তিনি শিববাড়ীর পৈত্তপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়রা জানান,  রোববার সকালে সিলেট থেকে ঢাকাগামী জৈয়ন্তিকা ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পারিবারিক দ্বন্দের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।