• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনা বন্ধের দাবীতে মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০১৭

দক্ষিণ সুরমায় ঘন ঘন সড়ক দুর্ঘটনা বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার ২৫ নং ওয়ার্ডের বাইপাস রোডে দাউদপুর সমাজ কল্যাণ সমিতি আয়োজিত এ মানববন্ধনে দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকার সামাজিক সংগঠন সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আলাউর রহমান আলাউদ্দিনের সভাপতিত্বে দাউদপুর সমাজ কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট মকসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, আল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান কাসেমী, গালিমপুর পাঞ্চায়েত কমিটির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান, ২ নং বরইকান্দি ইউপি মেম্বার লয়লু মিয়া, বরইকান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান, মোমিনখলার বিশিষ্ট মুরব্বী মাসুক মিয়া, আফজল উদ্দিন, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কফিল উদ্দিন আলমগীর, বারখলা রূপালী সমাজ কল্যাণ সংঘের সভাপতি নছিবুর রহমান বেলাল, সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, মুছারগাঁও সমাজ কল্যাণ সভাপতি কবির আহমদ, দাউদপুর সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারী মিজান আহমদ, পাঠানপাড়া খান বাড়ীর ছয়েফ খান। আরো উপস্থিত ছিলেন গত ১লা ফেব্র“য়ারী এনা পরিবহন কর্তৃক নিহত পারভেজের পিতা সৈয়দ লিয়াকত আলী রানা, চাচা সৈয়দ নোমান আহমদ, সহপাঠী জাকারিয়া আহমদ, জেলা ফুটবল দলের খেলোয়াড় কামরুল হাসান, মোমিনখলা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আশফাক আহমদ, লতিফ আহমদ, দাউদপুর সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি সুলতান হোসেন চৌধুরী, সোহেল আহমদ প্রমুখ।
এছাড়াও কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয় ও আল হুদা মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বাইপাস রোডে কয়েকটি স্পিডব্রেকার চালুর দাবী জানান। এছাড়া অচিরে অহেতুক সড়ক দুর্ঘটনা সৃষ্টিকারী ঘাতক বাস চালককে গ্রেফতারের দাবী জানিয়ে বক্তারা রাস্তা পারাপারে জনসাধারণকে আরো সচেতন হওয়ার আহবান জানান।
প্রসঙ্গ, কয়েক দিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বর হতে চন্ডিপুল বাইপাস রোডে এনা  পরিবহনের বাস কর্তৃক ঘন ঘন সড়ক দুর্ঘটনা বন্ধের প্রতিবাদে দক্ষিণ সুরমা এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১লা ফেব্র“য়ারী দক্ষিণ সুরমা দাউদপুরস্থ ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ লিয়াকত আলী রানার বড় পুত্র সৈয়দ পারভেজ আহমদ এনা পরিবহন বাসের ধাক্কায় মর্মান্তিকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি