‘‘হৃদয়ে ৭১ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের লক্ষে কাজ করে যাচ্ছে,১৯৭১ এর মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি তথ্য সন্ত্রাস, আর বিকৃত ইতিহাসের অপচর্চা বন্ধে হৃদয়ে ৭১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে” শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সিলেট নগরীর দরগারগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল রুমে মুক্তি সংগ্রামের চেতনার ধারক ও বাহক ‘হৃদয় ৭১ ফাউন্ডেশন’র ৫০তম বিশেষ পাঠচক্র ও প্রতিনিধি সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন নব-গঠিত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান আহমদ হাদী । হৃদয় ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদ’র চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল’র সভাপতিত্বে ও মহাপরিচালক ইব্রাহিম আহমদ জেসি’র পরিচালনায় পাঠচক্র ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ’র কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। সম্মেলনে সম্মেলন বক্তা হিসেবে বক্তব্য রাখেন হৃদয়ে ৭১ ফাউন্ডেশন’র প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। ‘হৃদয় ৭১ ফাউন্ডেশন’র ৫০তম বিশেষ পাঠচক্র ও প্রতিনিধি সম্মেলনে অনুভতি প্রকাশ করে বক্তব্যে রাখেন ডালিম চৌধুরী, আবু বক্কর পারভেজ, মফিজুর রহমান মফি, এএম ফারহান সাদি, ফেরদৌস আলম, ইফতেখার আহমদ ইফতি, আফসর আহমদ, সন্দীপ সরকার তুষার, নেওয়াজ আহমদ, জাবেদ আহমদ, রুবেল মিয়া, সৈয়দ কামরুল খান পুলক, খালেদ মাহমুদ খান, খায়রুল আলম, শাহ আলম, জাকির হোসেন, আব্দুল হারিছ রুমেল, সালেহ আহমদ, আজিমুর রশীদ, জাহিদ হাসান চৌধুরী, মামুন আহমদ, সাব্বির আহমদ, নওশাদ আহমদ, বুরহান উদ্দিন, আতিকুর রহমান খালেদ, মাজেদ আহমদ প্রমুখ।
‘হৃদয় ৭১ ফাউন্ডেশন’র ৫০তম বিশেষ পাঠচক্র ও প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ’কে খুনী মোস্তাককে হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) সহ ৩৬০ আউলিয়ার পূণ্যভূমিতে প্রতিহত করায় হৃদয় ৭১ ফাউন্ডেশন’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন। বিজ্ঞপ্তি।