• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সাংবাদিক নির্যাতন : ৯ পুলিশকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১০, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::: রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটির ডাকা হরতাল চলাকালে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৯ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের তদন্ত কমিটি।
ঘটনার জন্য শাহবাগ থানার ৩ কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য এবং ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রমনা অপরাধ বিভাগের ডিসি মারিুফ হোসেন সরদার এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সকালে ওই তদন্ত রিপোর্ট রমনা অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে জমা দেন তদন্ত কমিটি। এর আগে রমনা অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজিউল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
অভিযুক্তদের মধ্যে ৪ জন শাহবাগ থানার সাব ইন্সপেক্টর (এসআই)। ঘটনার সময় তারা কাছাকাছি উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে পুলিশ শাহবাগ থানার ভেতরে নিয়ে বেদম মারধর করে। এ ঘটনার ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। ঘটনার রাতেই বরখাস্ত করা হয় এক অভিযুক্ত এক পুলিশ সদস্যকে।