• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১০, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::: দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দেশটির ফ্রিস্টেট প্রভিন্সের ভেলকম শহরে রোববার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সালাহ উদ্দিন মোহাম্মদ শাকিল (৩০)। তিনি ফেনী জেলার দাগনভুঞা থানার উদরাজপুরে চন্দ্রদ্বীপ গ্রামের মো. বেলাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ডাকাতের গুলিতে মারা গেছেন শাকিল। তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।