সিলেট সুরমা ডেস্ক ::: সিলেটের টিলাগড়ে মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের ৩ কর্মী আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে এমসি কলেজের পার্শ্ববর্তী সিলেট সরকারি কলেজে মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। পরে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানার নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসের দিকে রওয়ানা হন। মিছিলটি এমসি কলেজের কাছাকাছি আসার পর এমসি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের মিছিলে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই এবং কাউকে আটকও করা হয়নি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।