• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইভিনিং ক্লাব দ্বৈত ব্যাটমিন্টন প্রতিযোগিতার পুরুস্কার বিতরন

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০১৭

দক্ষিণ সুরমার বরইকান্দিতে ইভিনিং ক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বৈত ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ৯ টায় বরইকান্দির ২ নং রোডের ইভিনিং ক্লাবের মাঠে বিশিষ্ট মুরব্বী হাজী আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম জাসিমের পরিচালনায় অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরইকান্দি ইউনিয়নের পর পর দুইবারের চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়া আলহাজ¦ হাবিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন,প্যানেল মেয়র ও ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ,জেলা ফুটবল দলের সাবেক ফুটবলার হাজী আব্দুল মালিক শাহজাহান, বিশিষ্ট মুরব্বী রেদওয়ান মিয়া,২ নং ওয়ার্ডের ইউপি সদস্য এহছানুল হক সানু,মহিলা ইউপি সদস্য মাহমুদা ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী তাহের আহমদ কামেল,নাসির উদ্দিন সিদ্দীকি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রাহেল,অর্থ-সম্পাদক আল আমিন সুমন, প্রচার সম্পাদক আরিফ শাহরিয়ার শুভন,ক্রীড়া সম্পাদক সুলতান নুর শুভন,সদস্য আব্দুল কাদির,জলিল আহমদ,কয়েছ আহমদ,আব্দুল আলিম, মিনার আহমদ,শাফী আহমদ,রফি আহমদ,বুলবুল আহমদ,কদল,মাহবুব,বদরুল ইসলাম,ফরহাদ আহমদ,নজরুল ইসলাম,মিন্টু ইসলাম,এমদাদ আহমদ, সেলিম মিয়া,শামীম,সামাদ আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে হাবিব হোসেন বলেন,ইভিনিং ক্লাব এক সময়ে সিলেটের মধ্যে সবচেয়ে স্বনামধন্য ক্লাব ছিল,যার কৃতিত্বে বরইকান্দি গ্রামে খেলাধুলার দিক দিয়ে অন্যান্য এলাকার চেয়ে উন্নত ছিল। আমরা আবারো ইভিনিং ক্লাবকে সেই পূরনো চেহারায় দেখতে চাই। যার প্রতিফলন সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের অভ্যান্তরে ছড়িয়ে পড়বে বলে আশা রাখি। খেলাধুলা ছেলেদের মস্তিস্কের বিকাশ ঘটায়। আমাদের ছেলে মেয়েকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে হবে। যার ফলে নতুন প্রজন্ম অনেক ক্ষেত্রে তাদের নৈতিকতা বজায় রাখতে পারবে। বিজ্ঞপ্তি