সিলেট সুরমা ডেস্ক :::: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দু বছর পর ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওই নির্বাচনেও জনগণ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে।
মোহাম্মদ নাসিম সোমবার দুপুরে সিরাজগঞ্জের শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজ বাস্থবায়নের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই এর কাজ শেষ হবে বলেও তিনি জানান।
নির্মানকারী প্রতিষ্ঠান পিডব্লিডি’র নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, প্রকল্পের পিডি ডাঃ সাইফুদ্দিন ইয়াহিয়া, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে মোহাম্মদ নাসিম ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তৃতা করেন।
তিনি জঙ্গি দমন এবং দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার কথা উল্লেখ করেন।
এসময় ৩শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজং চাম্বুগং, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান দুদু, জেলা পরিষদের কাউন্সিলর গোলাম রব্বানী ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
পরে তিনি সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা, পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেন।
এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ ইসাহাক আলী, সাধারন সম্পাদক দানীউল হক দানীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।