• ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

ফেঞ্চুগঞ্জে পাখি শিকারির ৩ মাসের কারাদন্ড

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১১, ২০১৭

স্টাফ রিপোর্টার
ফেঞ্চুগঞ্জ হাকালুকি হাওরসহ বিভিন্ন হাওর জলাশয়ে আসছে অতিথি পাখি। পাখি শিকার ও বিক্রয়ে তৎপর হয়ে উঠেছে বিভিন্ন পেশাদার শিকারিরা। গোলাপগঞ্জ উপজেলার নুরজাহান পুর গ্রামের গিয়াস মিয়ার পুত্র ফারুক মিয়াকে পাখিসহ গত রবিবার আটক করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।
গত রবিবার বিকালে পাখি শিকার করে বিক্রয় করতে বাজারে আসে ফারুক মিয়া। খবর পেয়ে অতিথি পাখিসহ তাকে আটক করে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে পাখিগুলোকে মুক্ত করে দেয়া হয় বলে জানা গেছে।