বিগত ২৩ অক্টোবর ২০১৬ ইংরেজী ‘দৈনিক সিলেট সুরমা’ পত্রিকায় “দক্ষিণ সুরমায় দুই নেতার যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী, পরিস্থিতি উত্তপ্ত, সংঘর্ষের আশংকা” শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানান দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা পরিবহন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাজী গুলজার আহমদ। তিনি বলেন, সংবাদের একটি অংশে কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি পরিচয়ে ইকবাল হোসেন মিঠুর বরাত দিয়ে তার বিরুদ্ধে যে বক্তব্যে ছাপা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। ইকবাল হোসেন মিঠুর বিরুদ্ধে ১৬ জানুয়ারী আদালত চাঁদাবাজির মামলা আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য মোগলাবাজার থানাকে নির্দেশ দিয়েছেন। ইকবাল হোসেন মিঠু হাজী গুলজার আহমদকে হত্যার হুমকি দিলে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরী করতে বাধ্য হন। সাধারণ ডায়েরী নং-৭১১,তারিখ-১৮/১০/২০১৬ইং। সর্বশেষ গত ১৪ জানুয়ারী শনিবার হাজী গুলজার আহমদ মিঠুর বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ প্রদান করেন। বিজ্ঞপ্তি।