সিলেট সুরমা ডেস্ক ::: সিলেটের জকিগঞ্জ উপজেলায় আল্লামা ফুলতলী (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে শিরনি নিতে গিয়ে পদদলিত হয়ে দুই জনের মৃত্যুর ঘটনায় জকিগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। রোববার রাতে ওই মাহফিলে শিরনি সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে মারা যান দুই মুসল্লি। আহত হন আরও ১০-১২ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঈসালে সওয়াব আয়োজক কমিটির অন্যতম সদস্য মুহিবুর রহমান জানান, শিরনি নেওয়ার জন্য ৪০টি লাইন ছিল। এখানে হুড়াহুড়িতে অনেকে আহত হন।
উল্লেখ্য, প্রখ্যাত ইসলামী বক্তা আল্লামা ফুলতলী (র.)-এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঈসালে সওয়াব মাহফিল শুরু হয়। এ মাহফিলে দেশ-বিদেশের অনেক অতিথি সহ লক্ষাধিক লোক জড়ো হন।