সিলেট সুরমা ডেস্ক :::: চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নির্মিত দ্বীপমালায় চীনের প্রবেশাধিকার রুদ্ধ করা হলে তা ‘বিপর্যয়কর সংঘাতের’ সৃষ্টি করবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। মার্কিন হবু পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় চীন এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করল। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
রেক্স বলেন, দক্ষিণ চীন সাগরের নতুন দ্বীপমালায় বেইজিংয়ের প্রবেশ করতে দেয়া উচিত নয়। দুটি রাষ্ট্র পরিচালিত পত্রিকা তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। গ্লোবাল টাইমস জানিয়েছে, এ ধরণের পদক্ষেপ বড় ধরনের ‘বড় ধরনের সংঘাত’ ডেকে আনতে পারে। বিরোধপূর্ণ ওই জলসীমায় চীন কৃত্রিম দ্বীপমালা তৈরি করছে। আরো কয়েকটি দেশও ওই জলসীমার দাবি করে আসছে।