• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজনৈতিক বিষয়ে সকল সিদ্ধান্ত সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রাজনৈতিক বিষয়ে সকল সিদ্ধান্ত সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে। তিনি বলেন, ‘সমঝোতা সব কিছুই হবে সংবিধান অনুযায়ী। আমরা সংবিধানের বাইরে যাবো না। পরবর্তী নির্বাচন অনুষ্ঠানেও আমরা সংবিধানের বাইরে যাবো না।’
ওবায়দুল কাদের আজ রাজধানীর রাসেল স্কয়ারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে সরকারে দ্বিতীয় মেয়াদে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের মানুষের পাশাপাশি বিএনপির সাধারণ নেতা-কর্মীরাও খুশি হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শুধুমাত্র বিএনপির সেই নেতারা যারা কর্মসূচী দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন তারাই হতাশ হয়েছেন।
তিনি বলেন, দেশে কোন সংকট নেই, সংকটে আছে বিএনপি। এ সংকট বিএনপির ক্ষমতায় যাওয়ার সংকট। তাদের এ সংকট কখনো দূর হবে না।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সরকারী ছুটির দিনে রাজনৈতিক কর্মসূচী দেয়ার জন্য বড় রাজনৈতিক দলগুলোর প্রতি আহবানের জবাবে ওবায়দুল কাদের বলেন, যানজটের কথা মাথায় রেখে সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করতে যাচ্ছে।   এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার ছুটির দিনে সভা সমাবেশ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘মাঝখানে একটু সমস্যা হয়েছে, যে কারণে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা যে, রাস্তায় কোনো প্রোগ্রাম করা যাবে না।’
এ ব্যাপারে আমি সারা বাংলাদেশের সকলকে শেখ হাসিনার পক্ষ থেকে এই নির্দেশনা দিচ্ছি যে, রাস্তা বন্ধ করে কোনো সভা, সমাবেশ বা কোনো কর্মসূচি বাংলাদেশের কোথাও করা যাবে না।’