• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হেতিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু গুরুতর আহত

প্রকাশিত জানুয়ারি ১৩, ২০১৭

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা আড়াইটার সময় সিলেট-জকিগঞ্জ রোডে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনানি ঘটে। আহত শিশুর নাম মাবরুর আহমদ (৭)। সে মোল্লাগ্রাম দক্ষিণপাড়ার মাওলানা ইলিয়াছ আহমদ শ্রীরামপুরী হুজুরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোল্লাগ্রাম নতুন জামে মসজিদ থেকে জুমআর নামাজ শেষে শিরণী নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পার হওয়ার সময় সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে অন্তত ৮ গজ দূরে সিটকে পড়ে। এ সময় তার কোমর, মাথা ও পায়ে প্রচন্ড জখম হয়। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে গুরুতর আহত অবস্থায় তাকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মাবরুর অবস্থা আশংকাজনক বলে তার পিতা মাওলানা ইলিয়াছ আহমদ জানান। তবে, মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে গেলে গাড়ির নাম্বার রাখা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।