• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

কারাগারে ৩৩ বন্দিকে হত্যা

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::::    ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে অন্তত ৩৩ বন্দিকে হত্যা করা হয়েছে। কাছের একটি রাজ্যের কারাগারে দাঙ্গায় ৫৬ জন নিহত হওয়ার মাত্র কয়েকদিন পর এই হত্যাকা- ঘটল।    কর্মকর্তারা জানান, জেলখানার ভেতর ৩০টি গলাকাটা লাশ পাওয়া গেছে।  স্থানীয় বিচারমন্ত্রী উজিয়েল ক্যাস্ত্রো এই ঘটনার জন্য একটি মাদক চক্রকে দায়ী করেছেন।  রোমাইমা রাজ্যের কারাগারে এ ঘটনা ঘটে।    তিনি বলেন, মন্টি ক্রিস্টো রুরাল পেনিটেনটিয়ারি কারাগারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
কারাগারে ধারণক্ষমতার চেয়ে অনেক বন্দি অনেক বেশি।