• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

গুলশান হামলার পরিকল্পনাকারী মারজান বন্দুক যুদ্ধে নিহত

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::::  রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারীতে সন্ত্রাসী হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং নব্য জেএমবি নেতা নুরুল ইসলাম মারজানসহ দু’জন বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন ডিভিশনের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরিরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যদের সাথে আজ রাজধানীতে গুলশান হলি আর্টিজান বেকারীতে হামলার পরিকল্পনাকারী মারজান ও তার অপর সহযোগী সাদ্দাম বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
এডিসি জানান, দুই জঙ্গির লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিএমপি কর্মকর্তা জানান, গত জুলাই মাসে হলি আর্টিজান বেকারীতে হামলার ঘটনায় মারজান পুলিশের তালিকাভুক্ত আসামী।
গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারীতে নৃশংসভাবে ২০ জন নিহত হয়।
নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানী, একজন ভারতীয়, ২ জন বাংলাদেশী এবং একজন বাংলাদেশে জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।
এছাড়া এ ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খান এবং গোয়েন্দা শাখার সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হয়।
সেনা নেতৃত্বে পরিচালিত উদ্ধার অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হয় এবং একজনকে আটক করা হয়। অভিযান চলাকালে মহিলা ও শিশুসহ ১৩ জন জিম্মিকে উদ্ধার করা হয়।