• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি সৈনিক নিহত

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::::   সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আব্দুর রহিম নামে বাংলাদেশি এক সৈনিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে।     আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।    জানা যায়, ঘটনার দিন সকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ব্যানব্যাট-৩ এর টহল দলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এসময় স্থানীয় একদল সন্ত্রাসীর সঙ্গে সংঘর্ষ হয় ব্যানবেট-৩ এর। সংঘর্ষের সময় সন্ত্রাসীদের গুলিতে ব্যানব্যাট-৩ টহল দলের সৈনিক আব্দুর রহিম মাথায় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।    নিহত সৈনিক আব্দুর রহিমের বাড়ি সাতক্ষীরা জেলার হাজীপুর গ্রামে। তার মরদেহ দেশে ফিরিয়ে এনে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনে (মিনুসকা) বাংলাদেশি শান্তিরক্ষীরা নিয়োজিত আছেন।