সিলেট সুরমা ডেস্ক :::: নাশকতার মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রাজধানীর মতিঝিল থানার একটি বিস্ফোরকের মামলায় এ আদেশ দেন।
শিমুল বিশ্বাসের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সাংবাদিকদের জানান, আজ শিমুল বিশ্বাসের মতিঝিল থানার বিস্ফোরক আইনের মামলায় হাজিরার জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় বিচারক জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আইনজীবী জয়নুল আবেদীন আরোও জানান, আগামী ৬ ফেব্রুয়ারি এ মামলায় গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। ওই সময়ের মধ্যে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা গেল কি না, তা আদালতে জানাতে হবে। মতিঝিল থানায় শিমুল বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরকের মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৫ ডিসেম্বর কমলাপুর বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম আজিজুল হক একটি মামলা করেন। পরে ২০১৬ সালের ১০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও শিমুল বিশ্বাসসহ ৯২ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিস্ফোরক আইনে একটি অভিযোগপত্র দাখিল করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান।