স্টাফ রিপোর্টার
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেল ৩টা ৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায়।এতে বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলা। এ ছাড়া সিলেটে ও ভূমিকম্প অনুভূত হয়েছে।ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে সিলেট নগরীর বহুতল ভবনের ভেতর থেকে লোকজন রাস্তায় বের হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।