• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে চোরাই বৈদ্যুতিক তারসহ চক্রের মূলহোতা গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০১৭

স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমা থেকে চোরাই বৈদ্যুতিক তারসহ চক্রের মুলহোতা  মোঃ মিজানকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। ধৃত মিজান মুন্সিগঞ্জ জেলার লেইজং থানার বেজগাঁও এলাকার কুড়িগাঁও ব্যাপারী বাড়ীর নুরুল ইসলামের ছেলে। বর্তমানে সে নগরীর নবাব রোড বোরাই হাইজের বাসিন্দা।  র‌্যাব জানায়, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃতে দক্ষিণ সুরমা চন্ডিপুল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নাভানা সিএনজি স্টেশনের সামনে থেকে একটি কাভার্ডভ্যান হতে ১৭৫০ কেজি বৈদ্যুাতিক তারসহ চোরাই চক্রের মুলহোতাকে মোঃ মিজানকে গ্রেফতার করে।  র‌্যাবের জিজ্ঞাসাবাদে ধৃত মিজান জানায়, তার অন্যান্য সহযোগীদের নিয়ে বৃহত্তর সিলেটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুতের খুঠি থেকে বৈদ্যুতিক তার সংগ্রহ করত। পরবর্তীতে সংগ্রহকৃত তার কাঁচামাল হিসাবে বিভিন্ন কারখানায় প্রেরন করত। এ রকম একটি বড় চালান নিয়ে সে গত  রাত (১লা জানুয়ারি) ১১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় র‌্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ উক্ত চালান (বৈদ্যুতিক তার) জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। উদ্ধারকৃত সরকারি বৈদ্যুতিক তার ও গ্রেফতার কৃত আসামীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।