সিলেট সুরমা ডেস্ক
সিলেট শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ। এই বোর্ডের অধীনে এবার ১ লাখ ৩০ হাজার ৭০৩ জন পরীক্ষায় অংশ নেয় এবং ১ লাখ ২২ হাজার ৩৪ জন পাস করেছে। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৯ শতাংশ। চলতি বছর সিলেট বোর্ডে মোট ১০ হাজার ২৫৫ জন জিপিএ-৫ পেয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে ফলাফল উপস্থাপন করেন। এসময় তিনি সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখা জরুরী। তিনি জানান, সিলেটের মোট ১ হাজার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে।
সিলেট বোর্ডের অধীন চার জেলার মধ্যে বরাবরের মত ৯৪ দশমিক ৮১ শতাংশ পাসের হার নিয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। এছাড়া সুনামগঞ্জের পাসের হার ৯৩ দশমিক শূণ্য ৮, হবিগঞ্জে ৯২ দশমিক ৭৫ এবং মৌলভীবাজারে ৯১ দশমিক ৮ শতাংশ।