সিলেট সুরমা ডেস্ক
সিলেট শিক্ষা বোর্ডের এবছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শতভাগ পাস করেছে ২৪৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান। অপর দিকে শতভাগ ফেল করার খবর নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই। এবছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবছরের চেয়ে ২৭টি বেশি।
সিলেট শিক্ষাবোর্ডের ফলাফল বিবরণী থেকে জানা যায়, এবছর ১০০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ২৪৪ টি প্রতিষ্ঠান শতভাগ পাস করে। ২০১৫ শিক্ষাবর্ষে ৯৬৯টি স্কুলের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তারমধ্যে ২১৭টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করে। ২০১৪ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৪১টি, ২০১৩ সালে ছিল ১৬০টি এবং ২০১২ সালে ছিল ১৫৯টি।