• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ডা. তানজিনা আহমেদ মিম্মির আকস্মিক মৃত্যুতে ড্যাবে’র শোক প্রকাশ

প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৬

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার তানজিনা আহমেদ মিম্মি আকস্মিকভাবে মৃত্যু বরণ করেছেন। তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৬ বছর। তিনি এক পুত্র সন্তানের জননী। তাঁর স্বামী সরকারি ডা. হিসেবে ওসমানী হাসপাতালে কর্মরত আছেন। ডা. তাম্মী দীর্ঘদিন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা ড্যাব’র সভাপতি অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মো. নাজমুল ইসলাম। এক শোক বার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ডা. তানজিনা আহমেদ মিম্মি সিলেট ওসমানী মেডিকল কলেজের ৩৬তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে মানসিক রোগ বিভাগে এমডি কোর্সে অধ্যয়নরত ছিলেন। -বিজ্ঞপ্তি