• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৬

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের লাখাইয়ে ক্রিকেট খেলা নিয়ে দুই দল গ্রামবাসীর মাঝে ভয়াবহ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম বাগ ও মধ্যগ্রামবাসীর মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিলো। এর আগে সকালে খেলা নিয়ে দুই গ্রামবাসীর কয়েকজন খেলোয়াড়ের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় দেলোয়ার (২৫), মফিজুল (৩০), কাজল (৫০), বাদল (২০), আক্কাস (২০), মফিজুল (৩০), সুমন (২২) ও ফজর আলীকে (৩৫) উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।