• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সংবাদ সম্মেলনে অভিযোগ : পিযুষ কান্তি দের জনপ্রিয়তায় ঈর্ষান্বীতরা মিথ্যাচার করে বেড়াচ্ছে

প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৬

স্টাফ রিপোর্টার
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দেসহ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হারুনুর রশীদ নামক এক ব্যক্তি কর্তৃক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুল তথ্য পরিবেশন ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক। তিনি রোববার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে এই নিন্দা ও প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ঘরনার ত্যাগী ও পরীক্ষিত সাবেক ছাত্রলীগ নেতা পিযুষ কান্তি দে আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন। দক্ষতা ও সাহসীকতার সাথে তিনি ছাত্রলীগের অনেক গুরু দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু উক্ত হারুনুর রশীদ মিথ্যা তথ্য পরিবেশন করে গণমাধ্যমে অপপ্রাচর ছড়ানোর চেষ্টায় লিপ্ত আছেন। শনিবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ছাত্র আব্দুল কাদির ইসকানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ছাত্রলীগ কর্মী কাজী হাবিব হত্যা মামলা আসামীরা। যারা পরবর্তীতে উক্ত ভার্সিটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন উক্ত হারুনুর রশীদ। ছাত্রলীগ কর্মী ইসকানকে ছুরিকাঘাত করার ঘটনায় তার বাবা বাদি হয়ে থানয় একটি মামলা দায়ের করেন। (মামলা নং ২৪) মামলার প্রেক্ষিতে ঘটনার দিনেই দেশীয় অস্ত্রসহ শাহ-আলী নামে এক সন্ত্রাসীকে পুলিশ আটক করে। এর কয়েকদিন পর পিয়ন্ত চন্দ্র সরকার ও এনামুল হক আদালতে আত্মসমর্পন করেন। এসময় ইসকানের পিতাকে মামলা তুলে নিতে অনুরোধ কারার জন্য পিযুষ কান্তি দে-কে অনুরোধ করেন উপরোক্ত আসামীরা। কিন্তু পিযুষ কান্তি দে তার কর্মীর রক্তের কথা চিন্তা করে মামলা আপোষের ব্যাপারে কথা বলেননি। সেই সময় থেকে আসামীদের প্রশ্রয় দানকারী হত্যা মামলার আসামী সাহেদ আহমদ ও হোসেন মোহাম্মদ সাগর মামলাকে ধামাচাপা দিতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় পিযুষ কান্তি দের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। হারুনুর রশীদের মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সজল দাস অনিক বলেন, পিযুষ কান্তি দের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে যেসব ঘটনার সাথে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত পক্ষে পিযুষ কান্তি দের জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে এসব কাল্পনিক অভিযোগের নাটক সাজানো হচ্ছে। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্রিয় চৌধুরী রাজ, বিক্রম কর সম্রাট, নির্মল সিংহ, প্রবল চৌধুরী পুজন, মোস্তাক মিয়া, শাহ নেওয়াজ আলম পলাশ, আব্দুল হাদি, দেলোয়ার হোসেন, উজ্জ্বল সাহা, নূর আলম, শেখ লিপন, শাহরিয়ার হাসান, বিপ্লব ও তন্ময় দেব।