• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বরায়া বাটুগঞ্জ মাদ্রাসার ৩ দিনব্যাপী তাফসির মাহফিল সম্পন্ন

প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৬

জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সা:) এর আদর্শ
প্রতিষ্ঠা করলেই সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়া সম্ভব

সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসার ৩ দিনব্যাপী ২৩তম তাফসীরুল কুরআন মাহফিল ও ৬৩তম বার্ষিক জলসা রোববার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
তাফসীরুল কুরআন মাহফিল ও বার্ষিক জলসায় সভাপতিত্ব করেন যথাক্রমে শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা হিলাল উদ্দিন ঘোষগাঁও, হাফিজ মাওলানা সালেহ আহমদ জাকারিয়া, মাওলানা নজির আহমদ বারকুটি, মাওলানা আব্দুল কুদ্দুস। মাদরাসার শিক্ষক মাওলানা শরীফ আহমদ শাহান ও মাওলানা কায়সান মাহমুদ আকবীর যৌথ পরিচালনায় বার্ষিক সম্মেলনে রিপোর্ট পেশ করেন মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান।
তাফসির পেশ করেন হেফজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী, শায়খুল হাদীস আল্লামা শায়খ তাফাজ্জুল হক হবিগঞ্জী, হেফজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা জুনায়েদ আল হাবিব, শায়খুল হাদীস মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা ফজলুর রহমান বানিয়াচঙ্গী, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মুফতী মুজিবুর রহমান চট্টগ্রামী, শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা আব্দুল খালিক বাহুবলী, মাওলানা আনোয়ার হোসেন চিশতী, মাওলানা আব্দুল হাদী তুরকখলী, মাওলানা আব্দুল হক লক্ষ্মীপাশী, মাওলানা আবুল হাসান ফয়সল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আলী নূর, মাওলানা সালেহ আহমদ শাহাবাগী, মাওলানা মতিউর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা। রোববার সকালে দেশ, জাতি মঙ্গল কামান ও এলাকার মুর্দেগাণদের রূহের মাগফেরা কামনা করে আখেরী মোনাজাত করা হয়।
তাফসির মাহফিলে বক্তারা বলেন, সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়তে বিশ^নবী রাসুল (সাঃ) এর আগমন হয়েছিলো। যখন হত্যা, গুম, রাহাজানি, নারী নির্যাতন সহ নানা অপকর্মে পৃথিবীতে নেমে এসেছিল অন্ধকার অমানিশা, ঠিক তখনই আলোকবর্তিকা নিয়ে আগমণ করলেন মানবতার মুক্তিরদূত বিশ^সেরা মহামানব হযরত মুহাম্মদ (সাঃ)। আজ ইসলামের মহান আদর্শকে বিতর্কিত করার জন্য একদল উগ্রবাদী যুবককে ইসলামের নামে সন্ত্রাসী কর্মকান্ড করতে সারা পৃথিবীতে বিভিন্ন নামে ছড়িয়ে দেয়া হয়েছে। বক্তারা বলেন, দেশের প্রচলিত আইন দিয়ে সন্ত্রাস প্রতিরোধ করা সম্ভব নয়। জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সাঃ) এর আদর্শ প্রতিষ্ঠা করলেই কেবল সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়া সম্ভব। যারা ইসলামের অন্যতম ফরজ ইবাদত জিহাদকে সন্ত্রাস বলে চিহ্নিত করতে চায়, তাদেরকে পবিত্র কুরআন ও রাসুল (সাঃ) এর জীবনী ভালোভাবে অধ্যয়ন করতে হবে। বক্তারা সন্ত্রাস প্রতিরোধে জাতীয় শিক্ষা পাঠ্যক্রমে সর্বস্তরে কুরআন-সুন্নাহ’র শিক্ষা বাধ্যতা মূলক করার জোর দাবী জানান। -বিজ্ঞপ্তি