হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারে একটি টয়লেটের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল ও ১টি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মনতলা এলাকায় অভিযান চালায়। এ সময় মনতলার পূর্ব বাজারস্থ শাহ আলমের দোকানের পিছনের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পাইপ গান উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।