• ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে ওসি হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ২

প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৬

ওসমানী নগর সংবাদদাতা
সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার পলাতক আসামী এবং ডাকাতি মামলার আরেক আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে অভিযান চালিয়ে ওসি হত্যা মামলার পলাতক আসামী সুজন উদ্দিন (২৩) কে গ্রেফতার করা হয়। সে এওলাতৈল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। এদিকে একই সময়ে অপর একটি অভিযান পরিচালনা করে জিয়াউল হক (২৬) নামের এক ডাকাতকে আটক করে পুলিশ। সে উপজেলার পূর্ব তিলপাড়া গ্রামের এবাদ উল্লার ছেলে। গ্রেফতার সুজন ওসি হত্যা মামলার অন্যতম পলাতক আসামী ও জিয়াউল তিনটি ডাকাতির মামলার চিহ্নিত আসামী বলে জানায় থানা পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বলেন, রোববার বিকেলে গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।