স্টাফ রিপোর্টার
এক মাসের ব্যবধানে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আবারো কোটি টাকা মূল্যের ১৬ টি স্বর্ণের বারের চালান ধরা পড়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০৫২ থেকে ২৫ লক্ষাধিক টাকা মূল্যের ১ কেজি ৮ শত ৭২ গ্রাম ওজনের এ বারগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। এর আগে গত ১৬ নভেম্বর ওসমানী বিমানবন্দর থেকে ৯ কেজি ৩শ গ্রাম স্বর্ণের চালান আটক করা হয়। ঐ সময়ও কেউ ধরা পড়েনি। ওসমানী বিমানবন্দরে কর্মরত একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন , পলিথিনে মোড়ানো অবস্থায় ১৬টি স্বর্ণের বার আটক করা হয়। বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটের কোনো যাত্রী এসব স্বর্ণের বার অবৈধভাবে এনেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কাউকে আটক করা যায়নি। আটককৃত স্বর্ণের চালানের মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা হবে। তিনি জানান, ওই ফ্লাইটে স্বর্ণের চালান আসছে, গোপনে এরকম সংবাদ আগে থেকেই বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে ছিল।
সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারী কমিশনার (কাস্টমস বিভাগ) সাজ্জাদুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালাই এবং বিজনেস ক্লাসের ৪২ নং সিটের উপরের কেবিন খুলে একটি প্যাকেটে পাওয়া যায় ১৬টি স্বর্ণের বার। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ওসমানী বিমানবন্দর থেকে ৯ কেজি ৩শ’ গ্রাম স্বর্ণের চালান আটক করা হয়েছিল। ওই সময়ও কাউকে আটক করা যায়নি।