• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আওয়ামমী লীগ নেতা মিসবাহ আর নেই, পৌর মেয়রসহ বিভিন্ন মহলের শোক

প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৬

ছাতক সংবাদদাতা
ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন মিসবাহ (৫৫) আর নেই। মঙ্গলবার, রাত সোয়া ৯টায় সিলেট নগরীর বেসরকারী পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না–রাজিউন)। তিনি গ্রামের মৃত হাজী আমির আলীর পুত্র ও বিশিষ্ট বিচারিক ব্যক্তিত্ব মৃত হাজী দানাই মিয়ার দৌহিত্র। মৃত্যুকালে স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেল ২টায় রামপুর গ্রামের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী আজমল হোসেন সজল, আওয়ামী লীগ নেতা, দেওয়ান আবুল কালাম মাষ্টার, সোহরাব আলী, আফতাব উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী রেজা মিয়া তালুকদার, শাহীন চৌধুরী, আব্দুল বারী চপল, নুর উদ্দিন, শাহীন তালুকদার, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, আখলাকুর রহমান, ওদুদ আলম, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সাহেলসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। পৃথক বিবৃতিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি তজম্মুল আলী রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন মিসবাহ’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।