স্টাফ রিপোর্টার
গতকাল ১৪ই ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতি বরাবরই বিজয়ের উৎসবের আগে এই দিনটিতে শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করে থাকে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশের ন্যায় সিলেটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটিকে স্মরণ করা হয়।
গণদাবী ফোরাম: জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম। বুধবার সকাল ৯টায় ফোরাম’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জিন্দাবাজারস্থ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, ফোরামের জেলা সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, প্রাক্তন চেয়ারম্যান আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, মাসুদুর রহমান চৌধুরী, এম.এ. রকিব, শওকত আলী, সিরাজ উদ্দিন, সুবর্ণা সিনহা, ইমরান উদ্দিন প্রমুখ।
এ উপলক্ষে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিকেলে নগরীর ৯ নং সুরমা ম্যানশন (৩য় তলা) কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ বলেন, শহীদ বুদ্ধিজীবীদের জীবনাদর্শ সমৃদ্ধশালী দেশ গঠনে যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, প্রাক্তন চেয়ারম্যান আইয়ুব আলী, শামীম হাসান চৌধুরী এডভোকেট, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিরাজ উদ্দিন, মাসুদুর রহমান চৌধুরী, লুৎফুল হক মিন্টু, শওকত আলী, এম.এ. পাশা, এম.এ. রকিব, শফিকুর রহমান শফিক, আমীন তাহমিদ, আব্দুল মুছাব্বির প্রমুখ। সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগ: বুধবার সকালে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবি স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর নেতৃত্বে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, সালাউদ্দিন পারভেজ, সাহেদ আহমদ, খালেদুর রহমান, সোহেল আহমদ মুন্না, মো. ইমরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের খান, জাওয়াদ ইবনে জাহিদ খান, শাক্কুর আহমদ জনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, শাহিন আহমদ চৌধুরী নয়ন, উপ-প্রচার বিষয়ক সম্পাদক এম এ রাজ্জাক, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান আহমদ, উপ-অর্থ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আল মামুন, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলী বাহার, জেলা ছাত্রলীগ নেতা আহমদ হোসেন খান, তারেক আহমদ, মোশাহিদ আলী, মাসুম আহমদ, ইসমাইল আনন্দ, জাবেদ আদনান, রুহিন চৌধুরী, মামুন, রাহাত, মুতাচ্ছির, আসাদ আহমদ, শাক্কু প্রমুখ।
জেলা তাঁতী লীগ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা তাঁতী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ সিলেটে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বুধবার সকালে সিলেট জেলা তাঁতী লীগের আহবায়ক মো. নূরুল আমিনের নেতৃত্বে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক মো. আলমগীর হোসেন ও আরাফাত চৌধুরী আজাদ তাঁতী লীগ নেতা জুবের আহমদ জুবেল, আব্দুস সালাম, আব্দুর রহিম. দিলোয়ার হোসেন, আরশ আলী, কাহের মিয়া, বিদুৎ তরফদার রিঙ্কু, পারভেজ আহমেদ রাজু, রিপন চৌধুরী, তপন পাল, শেপু চৌধুরী, শাকিল আহমদ, রহিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মো. রহিম, শামিম আহমদ, রমজান আলী, টিপু সুলতান, রাসেল আহমদ, জুবের আহমদ, মো. শিমু মিয়া, জগলু ইসলাম, নাসরিন ইসলাম হালিমা, সুর্বণা সিনহা, শ্রাবণী আক্তার প্রমুখ।
জেলা ও মহানগর ছাত্রদল:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। বুধবার দিনের প্রথম প্রহরে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবি সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের ১ম সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সৈয়দ সারোয়ার রেজা, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, ফয়জুর রহমান ফয়জু, সাফায়াত হুসেন সাজ্জাদ, হাসান আহমদ রাসেল, মাসুদ পারভেজ রাবেল, আব্দুল হাদী স্বপন, আমীর আলী, এম এ গনি, মহানগর ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফজাল চৌধুরী পাপ্পু, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশ, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজাহিদ খান ইউনুছ, মহানগর ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হেদায়েত হুসেন তানভীর, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নাওরাজ আহমদ মোশফাক, মহানগর ছাত্রদলের সহ-বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আকতারুজ্জামান চৌধুরী, সদস্য আশরাফুল ইসলাম আশরাফ, রাকিবুল হাসান হারুন, তাজুল ইসলাম তাজ, সাদেকুর রহমান বাচ্চু, লিটন আহমেদ, রাসেল আহমদ, মো. শাহ্জাহান, তাজউদ্দীন তাজু, শিপন আহমেদ, জামিল আহমেদ, মান্না আহমেদ, বদরুল ইসলাম, ফরহাদ আহমেদ ঢ্যালি,আবুল আহমদ ঢ্যালি প্রমুখ।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ সিলেটে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ইউনিভার্সিটির উপচার্য্য প্রফেসর মো. মনির উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল ইউনিভার্সিটির ক্যাস্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ঋষি কেশ ঘোষ, মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, প্রধান মাহবুব ইবনে সিরাজ, প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ, একরামুল ফারুক, বিভাগীয় প্রধান, ইসিই/ইইই মো. হুমায়ুন কবির, বিভাগীয় প্রধান, আইন বিভাগ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কমকর্তা ও কমচারীবৃন্দ।
মহানগর যুবলীগ: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুধবার সকাল ১০টায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, সদস্য সুবেদুর রহমান মুন্না, আনিসুর রহমান তিতাস, আব্দুর রব সায়েম, যুক্তরাজ্য যুবলীগ নেতা সাদিকুর রহমান, জাহির চৌধুরী, সাকিরুল ইসলাম, আমিনুল ইসলাম সোহেল, তোফায়েল আহমদ তারেক, শামীম আহমদ, মুরাদ চৌধুরী, রঞ্জন দে, রাজিব আহমদ, আব্দুল হািফজ, নুর আলী, রুহেল আহমদ, সোলেমান হোসেন, মো. জামাল, আবাসুর রহমান, রুকন উদ্দিন, হাবিুবুর রহমান হাবিব, পান্ডব দে, অনুজ, হুসেন আহমদ বাবু, দিলাল, এমদাদ হোসেন উমু, আফজল হোসেন, বাপ্পি দাস প্রমুখ।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম: শহীদ বুদ্দিজীবি দিবস পালন উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৮টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী প্রাঙ্গণ থেকে একটি শোকক র্যালি বের করা হয়। র্যালি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
র্যালি শেষে জিন্দাবাজারস্থ শহীদ সামছুদ্দিন স্মৃতিসৌধে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী স্মরণে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। র্যালি ও শ্রদ্ধাঞ্জলীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ এডভোকেট, সমবায় বিষয়ক সম্পাদক এম.এ. লাহিন, কেন্দ্রীয় সদস্য মাসুক উদ্দিন এডভোকেট, গুনসিন্ধু দেবনাথ সুমন, মো. দীপু খান, সাংবাদিক তাজুল ইসলাম বাঙালী, দেবব্রত প্রিয় সিংহ রাজু প্রমুখ।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষ থেকে এক শোক র্যালি বের করা হয়েছে। পরে সিলেটের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলী’র নেতৃত্বে এক র্যালির মাধ্যমে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. তোফায়েল আহমদ, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা ও মহানগর জাসদ: শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর জাসদের উদ্যোগে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবিদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন পূর্ব আলোচনা সভায় মহানগর জাসদের সমন্বয়ক মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে গিয়াস আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, মহানগর জাসদ নেতা মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নূরুল ইসলাম, ১৬নং ওয়ার্ড জাসদ সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক স্বপন আহমদ, ১৭ নং ওয়ার্ড জাসদ সভাপতি সুজাত মিয়া, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, শাওন, শুভ, আরমান, জনি, রাফি, রাজা, আল-আমিন, সুহল, হাসান, মিটন, আসমাউল হক, মোস্তাক আহমদ, জুবায়ের প্রমূখ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সামন থেকে জেলা ও মহানগর জাসদের উদ্যোগে বিজয় দিবসকে স্বাগত জানিয়ে পতাকা মিছিল বের করা হবে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন। এতে জাসদের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: শহীদ বুদ্ধিজীবি দিবস স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের কবিতা পাঠ ও আলোচনা সভা বুধবার বিকেলে জোটের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ছড়াশিল্পী অজিত রায় ভজনের সভাপতিত্বে ও জোটের সাধারণ সম্পাদক জামাল আহম্মদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিন্স সদরুজ্জামান।
আলোচনা সভা ও কবিতা পাঠে অন্যান্যের মধ্যে অংশ গ্রহণ করেন, সুকোমল সেন, বাউল বিরহী কালা মিয়া, সিরাজ উদ্দিন শিরুল, শ্যামল কান্তি সোম, মোহাম্মদ বাদশা গাজী, জামাল চৌধুরী, সিরাজ আনোয়ার, ডি কে জয়ন্ত, চন্দ্র শেখর দেব, ফারুক আহমদ, শাহরুল রেজা, এম এম শরিফুল আলম তুহিন, আবুল বশর, মোহাম্মদ শরিফ গাজী প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তীর জুয়েলের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সালা উদ্দিন পারভেজ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী, উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সহকারি কমান্ডার আতিক আহমদ চৌধুরী, সদর উপজেলা কমান্ডার হাজি ইরশাদ আলী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আফছার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ সাহেল প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধ গবেষক ও মুক্তিযোদ্ধার সন্তান হাবিব আহমদ দত্ত চৌধুরী। অন্যান্য বক্তারা হলেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শাহীন আহমদ চৌধুরী নয়ন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি আব্দুল কাদির, সারওয়ার আহমদ, সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, শিক্ষা পাঠাগার ও মিলনায়তন বিষয়ক সম্পাদক মাছুম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্য সচিব বদরুল আহমদ বুলবুল, যুগ্ম আহ্বায়ক কবি ওয়ালি মাহমুদ, ছাদিকুর রহমান, সজত রায়, শাহেদ আহমদ, রাসেল আহমদ প্রমূখ।
বাসদ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় আম্বারখানাস্থ দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসোধে পুষ্পস্তবক অর্পণ করে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসোধে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। র্যালি পূর্বে আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রনব জ্যোতি পালের পরিচালনায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহব্বায়ক নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারী, কৃষকফ্রন্ট সংগঠক নাজমুল ইসলাম, ছাত্রফ্রন্ট মহানগর নেতা সঞ্জয় শর্মা, সাজ্জাদ হোসাইন, এনামুল হক সামী, হাবিব আহমদ প্রমুখ।
মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজ: শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজ’র উদ্যোগে বুধবার দুপুর ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ আলহাজ্ব মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিল সচিব সহকারী অধ্যাপক বদরুল আলম খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সুপর্ণা রায়, সহকারী অধ্যাপক কৃষ্ণ পদ সূত্রধর, সহকারী অধ্যাপক এনামূল হক চৌধুরী, সহকারী অধ্যাপক শেখ মো. মাহমুদ উল্লাহ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জাকিয়া খান, সহকারী অধ্যাপক সালমা বেগম, প্রভাষক আজির উদ্দিন, প্রভাষক মোছা. শাহানা বেগম, প্রভাষক শাহানা বেগম, প্রভাষক তাহেরা বেগম, প্রভাষক সামিরা আক্তার, প্রভাষক এনামল হক চৌধুরী, প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, প্রভাষক ফজলে রাব্বি চৌধুরী, প্রভাষক সামিয়া সুলতানা চৌধুরী, প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক সামিয়া শাহরিন, প্রদর্শক মনি মাধব গোস্বামী, মেহজাবিন আহমদ, সহকারী লাইব্রেরীয়ান ফারহানা রহমান প্রমূখ।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ: শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূিচর মধ্যে সিলেটের চৌহাট্টস্থ শহিদ বুদ্ধিজীবি মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কেমুসাসের কার্যকরী পরিষদের সভাপতি প্রফেসর মো. আব্দুল আজিজ, সহ-সভাপতি আ ন ম শফিকুল হক, আজিজ আহমদ সেলিম, ভারপ্রাপ্ত সম্পাদক দেওয়ান আবুল হোসেন মাহমুদ রাজা চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুস সাদেক লিপন এডভোকেট, সাংবাদিক লেখক সংগঠক মো. বশির উদ্দিন, কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, আব্দুল মুকিত অপি এডভোকেট, দিদার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্য আসর কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাহিত্য সংসদের পৃষ্ঠপোষক, জীবনসদস্য, কবিসাহিত্যিক ও সংশ্লিষ্টদের প্রতি উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংসদের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে দেওয়ান আবুল হোসেন মাহমুদ রাজা চৌধুরী।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিন¤্র শ্রদ্ধা প্রদর্শন করে আলোক প্রজ্জ্বলন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারকে মোমবাতির মৃদু আলোয় উজ্জ্বল আলোকিত করা হয়। সেই আলোর রক্তিম মূহুর্ত স্মরণ করিয়ে দেয় একাত্তরের এই দিনে হারিয়ে যাওয়া বাঙ্গালীর সেই সূর্য সন্তানদের। শহীদদের স্মরণে কথা বলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। শিক্ষকদের মধ্যে কথা বলেন রাহুল ভট্ট্যাচার্য্য, দেবর্ষি ভট্টাচার্য্য অর্জুন, অজয় কুমার সাহা এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডা. শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. হৃত্বিক দেব অপু। আলোক প্রজ্জ্বলন কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি কাজল ইসলাম ও মূখ্য নির্দেশক শরীফুল ইসলাম সূর্য। শ্রদ্ধা প্রর্শনের এ আয়োজনের সহযোগীতায় ছিল বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
সুরমা বয়েজ ক্লাব: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বুধবার সকাল ৯টায় সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেল ৪টায় শাহী ঈদগাহস্থ একটি রেষ্টুরেন্টে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদ পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য গোলাম জাকারিয়া আহমদ শিপলু, মাছুম আহমদ প্রমূখ।
সিলেট জেলা প্রেসক্লাব: সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল আজাদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক, নির্বাহী সদস্য ইমরান আহমদ, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, দৈনিক আলোকিত সময়ের ব্যুরো প্রধান শাব্বীর আহমদ ফয়েজ, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার অমিতা সিনহা, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসূফ আলী, দৈনিক উত্তরপূর্বের ফটো সাংবাদিক নূরুল ইসলাম প্রমুখ।