স্টাফ রিপোর্টার
সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৪ চেয়ারম্যানসহ ১৩৩ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। এসময়ে একে একে চার চেয়ারম্যান প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্ণিং অফিসার জয়নাল আবেদীন।
চেয়ারম্যান প্রার্থীর মধে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান আনারস, প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা ঘোড়া, অধ্যাপক এনামুল হক সরদার কাপপিরিচ এবং মোহাম্মদ ফখরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধের পর একই স্থানে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হচ্ছে।
জেলা পরিষদ নির্বাচনে সিলেটে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য পদে ১০৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৮জন প্রার্থী রয়েছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। ওইদিন জেলার ১৫টি ওয়ার্ডের ১হাজার ৪৯৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে, প্রতীক বরাদ্দ উপলক্ষে সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থীদের সমর্থকরা এসে জড়ো হয়েছেন জেলা প্রশাসক কার্যালয় এলাকায়। আবার অনেকে প্রতীক বরাদ্দ পাওয়া মাত্রই প্রচারণায় নেমে পড়েছেন।