• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানুষের সুস্থ দেহ সবল মন খেলাধূলার প্রয়োজন- উপ-পুলিশ কমিশনার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৬

মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মানুষ অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে। ফলে আমাদের সমাজ হবে সুন্দর। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে ও সুন্দর সমাজ উপহার দিতে সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে বেড়েছে প্রতিনিয়ত মানুষের কর্মব্যস্তাতা। জীবনের অলিগলি পার হতে আর জীবনের মান উন্নয়নে মানুষ ছুটতে ছুটতে হয়ে পড়ছে ক্লান্ত। সাফল্য আর ভাগ্য উন্নয়নে কর্মব্যস্ত মানুষের ছুটে চলা জীবনে একটুখানি বিরতিতে খেলাধুলার বিকল্প আর কিছু হতে পারেনা। বলা চলে- সুস্থ দেহ সবল মন, খেলাধূলার প্রয়োজন। জীবনের সাথে সংগ্রামরত মানুষকে অন্ততঃ কিছু সময়ের জন্য জীবনকে উপভোগ করতে, পাশাপাশি শারীরিক ও মানসিক কিছুটা প্রশান্তি ও বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। পাশাপাশি মানসিকভাবে জীবনযুদ্ধে জয় পরাজয়গুলোকে মেনে নিতে শেখায়। খেলাধুলা একদিকে যেমন শক্তি ও সাহস দেয় অন্যদিকে তা প্রেরণার উৎসও বটে। তিনি শনিবার রাত ১১টায় পাঠানটুলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১ম আমির খাঁন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টেন‘র প্রতিযোগিতা‘র উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্য উপরুক্ত কথা গুলো বলেন।
দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টেন‘র পাঠানটুলা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান রাজা‘র সভাপতিত্বে পাঠানটুলা সমাজ কল্যাণ সংস্থার দপ্তর সম্পাদক সাফায়েত খান‘র পরিচলনায়,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিটি ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইলিয়াছুর রহামন ইলিয়াছ, বিশিষ্ট মরব্বী ফজলুর রহমান,সিটি ৭,৮ ও ৯নং ওয়ার্ড‘র মহিলা কাউন্সিলর মোচ্ছা:রেবেকা বেগম রেনু, শ্রমিকলীগ নেতা মকবুল হোসেন খান, যুবলীগ নেতা সুদিব দে, বিদ্যুৎ প্রকৌশলী নরুল আমিন, পাঠানটুলা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ফারুক আহমদ দারা,সমাজ সেবক ও শিক্ষানুরাগী সিরাজ খান, তরুন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: ফয়জুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল মনছুর টিপু। অন্যাদেও মাঝে উপস্থিত ছিলেন পাঠানটুলা সমাজ কল্যাণ সংস্থার পরিচালনা কামটির সদস্য কামরান খান, সুমন আহমদ, মো: রফিক,ইমরান খান,ইমদাদ খান, রাকিব খান, ইমরান হোসেন, ইমন খান, হেলার আহমদ মোহন, জাকির খান, ফাহিম আহমদ, সাহেদ আহমদ,সহকর্মী সাকিব খান, সজিব মির্জা,মামুন খান, কামরুল,সাকিব, আশিক, আফসর ও শুক্রর মিয়া প্রমুখ। দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টেন‘র উদ্বোধনী অনুষ্টানে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন কিং স্টার পাঠানটুলা বনাম লাক্স ফাইস্টা নোয়াপাড়া । -বিজ্ঞপ্তি