• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক
অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অভিবাসন একটি জটিল ও মানবিক বিষয়। প্রতিটি অভিবাসী যাতে নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে হবে।’ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অভিবাসন বিষয়ক সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা।
এর আগে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম অধিবেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাসীদের ভয় পাবার কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অভিবাসন একটি জটিল ও মানবিক বিষয়। প্রতিটি অভিবাসী যাতে নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘অভিবাসীদের ভয় পাবার কারণ নেই। অবশ্য অভিবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা বড় চ্যালেঞ্জ।’ এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের বাস্তববাদী হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘বিশ্বের যেখানেই হোক অভিবাসীরা যাতে তাদের অধিকার পান, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন তা নিশ্চিত করতে হবে।’