• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার মুড়াকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী এবং আরেক সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীর গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মাঝে একাধিকবার সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে অটোরিকশার সিরিয়াল দেয়া নিয়ে লিয়াকত আলীর ভাই অটোরিকশা মালিক সমিতির একাংশের সভাপতি কাউছার আহমেদের সঙ্গে ঝগড়া হয় আরেক অংশের নেতা সেলিম মিয়ার। এ সময় সেলিম মিয়ার পক্ষ নেয় আহম্মদ আলীর গোষ্ঠীর লোকজন। তখন উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। সংঘর্ষ থামাতে গিয়ে ৫ জন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।