• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার  দুপুরের দিকে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামের সালিক মিয়া ও তার প্রতিবেশী করিম মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়।কয়েক মাস ধরে গ্রামের একটি খাল নিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলছিল। গত কাল করিম তার পক্ষের লোক জন নিয়ে সালিক মিয়াকে অশ্লীল ভাষায় গালমন্দ করে।পরে গ্রামের একটি খালে মাছ ধরেতে যান সালিক মিয়া সহ তার লোক জন। ওই সময় এই খাল করিম তার দাবি করে মাছ ধরতে নিষেধ করে তাদের। পরে দু’পক্ষের লোক জন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক মামুন সুজা জানান, কালারুকা ইউপির রায়সন্তোষপুরে গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিয়েছে।