• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমার কদমতলী এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৬

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ সুরমায় কদমতলী এলাকাবাসীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ সুরমার কদমতলী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্টে হয়ে হুমায়ুন রশিদ চত্ত্বর গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রফিকুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক রকস লিপন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মিয়ানমারের রোহেঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশে রোহেঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট চালছে। প্রতিবেশী দেশ হিসাবে আমরা মানবতাবিরোধী এমন ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এছাড়া রোহিঙ্গাদের উপর পরিচালিত নির্যাতন বন্ধে ও দেশটিতে স্থায়ীভাবে তাদের বসবাসের ব্যবস্থা করে দেয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন বক্তরা। বক্তারা আরোও বলেন, শন্তিতে নোবেল জয়ী মিয়ানমারের নেত্রী অং সান সুচির নোবেল পদক কেড়ে নেয়ারও দাবি জানান।  মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, খসরুজ্জামান খসরু, আনোয়ার আহমদ, রেজাউল ইসলাম রেজা, সুমন আহমদ, নাসির আহমদ, পান্না আহমদ, লায়েক আহমদ, মনছুর আলী মাছুম, আলমগীর আহমদ, মেহেদী হাসান সাজাই, ফরহাদ রহমান, মনির আহমদ, ইয়ামিন, ফাহাদ, মামুন আহমদ, সাদ্দাম, দিপু, বাপ্পি, শপু, সানি প্রমুখ। বিজ্ঞপ্তি।