• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শোকে স্তব্দ এলাকা

প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৬

জৈন্তাপুর সংবাদদাতা
জৈন্তাপুর উপজেলার কয়েকটি গ্রামের পরিবার পটকা মাছ (স্থানীয় নাম ফুটকরা) খেয়ে জীবন বিপন্ন হয়ে শোকে আত্মহারা হয়ে পড়েছেন। এর মধ্যে দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামের সৌদি প্রবাসী আনিসুল হকের পরিবার বাকরূদ্ধ, কান্নার ও কেউ নাই। নিহত বাচ্চা শিশু দুটিকে এক নজর দেখার জন্য হাজারও মানুষ ছুটে আসছেন দুর-দুড়ান্ত থেকে। বাচ্চা দুটিকে দেখে কেউ চোখের জল আটকে রাখতে পারেনি। মা আসমা বেগম (৩০) ও বড় ভাই শাহীন আহমদ (১৪) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। তারাও জানতে পারেনি তাদের ছোট মনিদের খবর। গতকাল ৭ ডিসেম্বর বুধবার আনিসুল হকের বাড়ীতে গিয়ে দেখা য়ায় তাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তাদের দাফনের জন্য সকল প্রস্তুতি নিয়ে বসে আছে। আবার অনেকেই মা ও বড় ভাইকে সুস্থ্য করে স্বাভাবিক জীবনের ফিরিয়ে আনতে ছুটছেন হাসপাতালে। এ যেন বাড়ীটি মৃত্যু পুরীতে পরিনত হয়ে পড়েছে। বাবা আনিসুল হক সৌদি আরব থেকে মোবাইল ফোনে স্বজনদের সাথে কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়ছেন, কখন ছুটে আসবে স্ত্রী-সন্তানদের এক নজর দেখতে। উলে¬খ্য গত মঙ্গলবার পটকা মাছ খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে আনিসুল হকের শিশু পুত্র প্রথম শ্রেণীর ছাত্র রাহিম আহমদ(৬) ও মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মনি বেগম (৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যায়। আর মা আসমা বেগম (৩০) ও বড় ভাই শাহীন আহমদ (১৪) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে।