বিশ্বনাথ সংবাদদাতা
বিশ্বনাথের অধিকাংশ বিদ্যালয়গুলোতে নেই শহীদ মিনার। দেশ স্বাধীনের ৪৬ বছর পরও স্থাপন করা হয়নি কেন্দ্রীয় শহীদ মিনার। অনেক বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও অযতœ, অবহেলায় পড়ে আছে। যেন শহীদ মিনার কদর কর্তৃপক্ষের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে এখনও সরকারিভাবে শহীদ মিনার নির্মিত হয়নি। ফলে উপজেলার কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবস বুঝে উঠতে সমস্যা হচ্ছে। সরকারি ছুটির দিনটি তারা অন্যান্য স্বাভাবিক দিনের মতো খেলাধুলা ও গৃহস্থলীর কাজ কর্ম করে সময় কাটায়। প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় ১৬৯টি ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২৯টি। এসব প্রতিষ্ঠানে বেশ কয়েকটিতে শহীদ মিনার হয়েছে ব্যক্তি উদ্যোগে। যারা একটু সচেতন তারা চেয়ার অথবা বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করেন। সূর্য ডোবার পূর্বেই অস্থায়ী শহীদ মিনারে অস্থিত্ব আর খুজে পাওয়া যায়না।
জানাযায়, এ উপজেলায় বেশিরভাগ শিক্ষার্থীই জানেনা শহীদ মিনার কি? শহীদ মিনার কেন নির্মান করা হয়। সরকারি উদ্যোগে আরও শহীদ মিনার নির্মাণ করতে কেন এত গড়িমশি প্রশ্ন বিবেকবান মানুষের। জাতীয় দিবসগুলো পালন করলেও উপজেলার বিভিন্ন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ দিবস পালন করতে পারেনি বলে অনেক শিক্ষার্থীর অভিযোগ রয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, এলাকায় নতুন এসেছি। কতটি বিদ্যালয়ে শহীদ মিনার নেই, তা এই মুহুর্তে জানা নেই বলে তিনি জানান।