• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাধবপুরে মন্দির পুড়ানোর ঘটনায় মামলা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৬

মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জ জেলার মাধবপুরে নাট মন্দির পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করেছে মন্দিরের সেবায়িত অমেরেন্দ্র রায় (বুধু মাষ্টার)। মঙ্গলবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে এ মামলা দায়ের করেন। বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম বলেন, মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় জড়িত তাদের কে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওাস (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, গত রোববার গভীর রাতে উপজেলার বুল্লা বাজারের নিকট ঐতিহ্যবাহী বড় বাড়ির নাট মন্দিরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।