• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রতিবাদে সিলেটজুড়ে মানববন্ধন ও প্রতিবাদ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক
মিয়ানমারে মুসলিমদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে প্রতিদিনের মত গতকালও বিভিন্ন স্থানে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশে
মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বর ও নৃসংশ গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের সিলেট বিভাগীয় কমিটি। বুধবার বাদ আসর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্ঠিতব্য মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান’র সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় সভাপতি ড. দিলীপ কুমার দাস এডভোকেট, গাজী সৈয়দ বোরহান উদ্দীন মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ নাসিরুদ্দীন, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আসলাম রহমানী, মহানগর সদস্য সচিব মাওলানা হাফিজ আব্দুল মালিক, জাবালে নুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নাজিম উদ্দীন, আলেমে দ্বীন মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, হিউম্যান রাইটস ওয়াচ এর সিলেট বিভাগীয় সহ-সভাপতি শরীফুল ইসলাম, মুক্তিযোদ্ধা মহিউদ্দীন চৌধুরী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মাদানী কাফেলা সিলেট এর সভাপতি রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক সম্পাদক সালেহ আহমদ শাহবাগী, হিউম্যান রাইটস সিলেট বিভাগীয় সহ-সাধারন সম্পাদক আব্দুল আউয়াল মিসবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমজেএইচ জামিল, সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ, সমাজ কল্যান সম্পাদক আব্দুস শুকুর, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাথ, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী লুৎফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিমুর রিয়াজ, সদস্য প্রভাষক জহিরুল ইসলাম জহির, মহসিন উদ্দীন তালুকদার, রতœা বেগম, নোমান আহমদ, কাউসার আহমদ, জামিল আহমদ, হাসান আলী খান, আব্দুল মান্নান, শাহেদা বেগম, গ্রেটার সিলেট ল’গ্রাজুয়েট এসোসিয়েশন সভাপতি কামাল আহমদ, নিসচা সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহ গুলজার আলী, বাউল বশির উদ্দীন সরকার, জালালাবাদ রিকভারি ক্লাবের সভাপতি শিপলু আহমদ, সেক্রেটারী মাহমুদ হোসেন খান, অজয় দে, সিদ্দিকুর রহমান শিপন, তায়েফ খান প্রমুখ। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুর রহমান মাহফুজ।
মানববন্ধনের নেতৃবৃন্দ বলেন মায়ানমারে মুসলমান রোহিঙ্গাদের উপর যে বর্বর ও নৃশংস গণহত্যা চালানো হচ্ছে তা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানাচ্ছে। এব্যাপারে জাতিসংঘ সহ বিশ্ব মোড়ল দেশ গুলোর রহস্যজনক নিরবতায় আমরা হতাশ। মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তারা। মায়ানমারে মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ বিশ্ববিবেক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বুধবার বিকাল ৫টায় জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল ও পথ সবা অনুষ্ঠিত হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিলে অংশনেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা অলিউর রহমান, মাওলানা জাকারিয়া মাসহুদ, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এনায়েত উল্লাহ, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, কেন্দ্রিয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক এম.পি দিলদার হোসেন সেলিম। জেলা বিএনপির সাবেক আহবায়ক এম নুরুল হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, নিজপাট ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপির চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাবেক ফতেপুর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, চিকনাগুল ইউপির সাবেক চেয়ারম্যান এ.বি.এম জাকারিয়া, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হক খোকন, ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আবুল কালাম, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল খালিক, মো. আব্দুল্লাহ মেম্বার, আব্দুর রহমান, আব্দুর রব, রহমত উল্লাহ, ফারুক আহমদ, কামরুজ্জামান, আলতাফ হোসেন বেলাল, মো. নাছির উদ্দিন, আবুল হাসিম, জাকারিয়া আহমদ, দুলাল আহমদ, ইউপি সদস্য গোলাম রব্বানী ময়না, হারুনুর রশিদ, আব্দুছ শুক্কুর, হুমায়ৃন কবির খাঁন, নাজিম উদ্দিন, আলী অকবর রাজন, মো. হেলাল উদ্দিন, গোলাম আম্বিয়া কয়ছর, আব্দুস ছাত্তার, জাহিদ, জি.এম শফিক, সহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা।
বিক্ষোভ মিছিল শেষে জৈন্তাপুর বটতলায় সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যাকে শেষ্ট অমানবিক হত্যা ও নির্যাতন। রোহিঙ্গা মুসলিমদের পার্শ্বে দাঁড়ানো প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। এছাড়া মিয়ানমারে জাতিসংঘের শান্তি রক্ষি বাহিনী মোতায়েন করে রোহিঙ্গা মুসলমানদের রক্ষার জোর দাবি জানান। সেই সাথে অং সাং সুচি শান্তিতে পাওয়া নোবেল পুরস্কারে রাখার অযোগ্য বলে দাবি তুলেন